মনোয়ার বাবু, ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি.
দিনাজপুরের ঘোড়াঘাটে মিলিটারী ফ্যামিলি রিহ্যাবিলিটেশন অফিস (এম.এফ.আর.ও) কর্তৃক এস, এ রেকর্ডীয় মালিকদের ১৩.৭৫ একর সম্পত্তি বে- আইনীভাবে হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন করেছে ওই জমিতে বসবাসকারী উপজেলার ৫ কলোনীর বাসিন্দা।
শনিবার (১২ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।ওসমানপুর, খোদাদাতপুর, হায়দারনগর, আফছারাবাদ, নুরজাহানপুর কলোনীর ভুক্তভোগী অন্তত ৫ শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধন অংশ নেয়।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য ও দিনাজপুর দক্ষিন সাংগঠনিক জেলা শাখার আমির মো. আনোয়ারুল ইসলাম, এবি পাটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক, উপজেলা জামাতের আমির মোফাখখায়ের ইসলাম মোল্ল, এনসিপি’র ঘোড়াঘাট উপজেলার সমন্বয়ক আব্দুল মান্নান সরকার, কলোনী বাসির পক্ষে বত্তব্য রাখেন, সহকারী অধ্যাপক জালাল উদ্দীন, মো.জাহাঙ্গীর আলম, আমিরুল ইসলাম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, তৎকালীন ভারত সম্রাট অধীনে ভারতীয় মুসলিম সৈনিকগণ পূর্ব পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করলে আগত মুসলিম রিফিউজি সৈনিক ও তাদের পরিবারবর্গকে পুর্নবাসনের লক্ষ্যে ১৯৫৩ সালে তৎকালীন সরকার ৬৮/৪ অফ ৫২-৫৩ নং এল.এ কেসমূলে অধিগ্রহণ করে। পরবর্তীতে ১৯৫৮ সালে স্থায়ীভাবে পুর্নবাসনের লক্ষ্যে বসবাস ও চাষাবাদের জন্য প্রত্যেক মহাজেরদরকে ৫/১০ একর করে জমি বরাদ্দ প্রদান করে। এতে আমাদের মৌরশগণ বাড়িঘর নির্মাণ করে খাজনা-খারিজ ও এস.এ খতিয়ান প্রস্তুত করে।
ভোগদখল পূর্বক শান্তপূর্ণ বসবাস কালীন সেনাবাহিনীর মিলিটারী ফ্যামিলি রিহ্যাবিলিটেশন অফিসস(এম. এফ.আর.ও) সদস্যারা সশস্ত্র বোর্ডের জমি দাবি করে নানা ভাবে হয়রানি করছেন বলে অভিযোগ করেন বক্তারা।