মো:মনিরুজ্জামান,ভাণ্ডারিয়া, (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ১০ মিনিটের মধ্যে উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিণপালা গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাত দল নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল লুটে নেয়।
ভুক্তভোগী সৌদি প্রবাসী মো. আলা-আমীন আকনের (৪০) বাড়িতে ঘটেছে এ ঘটনা। ঘটনার সময় তার স্ত্রী মোসা. জেসমিন বেগম ও তাদের দুই সন্তান আব্দুল্লা আকন (১৭) ও নুসরাত জাহান (৯) ঘরে অবস্থান করছিলেন।
জেসমিন বেগম জানান, রাত ১১টা ৫০ মিনিটে ঘুমিয়ে পড়ার পর গভীর রাতে ৫ জন সশস্ত্র ডাকাত জানালার গ্রিল কেটে এক ব্যক্তি ঘরে ঢোকে এবং ভেতর থেকে দরজা খুলে বাকিদের প্রবেশ করায়। তারা শর্টপ্যান্ট পরা ও খালি গায়ে ছিল এবং বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলছিল। ডাকাতরা পরিবারের সবাইকে একটি কক্ষে আটকে রেখে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে ঘরের মালামাল লুট করে।
এসময় ঘরের বাইরে আরও ২-৩ জনের চলাফেরা টের পাওয়া যায় বলে তিনি জানান। ডাকাতির পর দলটি সিএনজিচালিত যানবাহনে করে তুষখালীর দিকে পালিয়ে যায়।
লুট হওয়া মালামালের বিবরণ, স্বর্ণের চেইন ২টি (ওজন: আনুমানিক ১.৫ ভরি), মূল্য: ২,৩৫,০০০ টাকা, স্বর্ণের আংটি ২টি (ওজন: আনুমানিক ৮ আনা), মূল্য: ৬৫,০০০ টাকা, রূপার নূপুর ২ জোড়া (ওজন: আনুমানিক ১ ভরি), মূল্য: ৭,০০০ টাকা, অ্যান্ড্রয়েড মোবাইল ২টি, মূল্য: ৪০,০০০ টাকা, বিদেশি কম্বল ৭টি, মূল্য: ৩০,০০০ টাকা, নগদ অর্থ: ২,০০,০০০ টাকা, সবমিলিয়ে আনুমানিক ৫ লাখ ৭৭ হাজার টাকার মালামাল লুট হয়েছে।
এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।