জেলা প্রতিনিধি নওগাঁ:
নওগাঁর মান্দা উপজেলার দাস পাড়া ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র ওমর ফারুক হত্যা কান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন অনুষ্টিত হয়েছে । গতকাল বুধবার (২৩ এপ্রিল ) বেলা ১১ টার সময় দাসপাড়া ডিগ্রী কলেজের সকল ছাত্র / ছাত্রী ও শিক্ষক এবং এলাকাবাসীর আয়োজনে মানব বন্ধনটি অনুষ্টিত হয়। উক্ত মানব বন্ধনে উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রী শিক্ষক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,সহ এই মানব বন্ধনে অসংখ্য লোকজন অংশ গ্রহণ করেন ।
এই মানববন্ধনে বক্তব্য রাখেন, দাসপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম, ছাত্র- শ্রাবণ, পথিক, ছাত্রী – শারমিন, সুরমিলা ও স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দদের মধ্যে সাবেক সহ সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি মোঃ আব্দুল্লাহেল কাফী ও বিষ্ণুপুর ইউনিয়নের জামাতে ইসলামের আমির মোঃ শামসুদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ । নিহত ওমর ফারুক হলেন নুরুল্লাহ বাদ ইউনিয়নের নুরুল্লাবাদ গ্রামের আহাদ মিয়ার পুত্র। দাসপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম তার বক্তব্যে বলেন ওমর ফারুক আমার কলেজের একজন নিয়মিত মেধাবী ছাত্র ছিলেন । ওমর ফারুক কে ইলেকট্রিক কাজ দিবে বলিয়া আসামি রাকিবুল ইসলাম রাব্বি ওমর ফারুক কে ডেকে নিয়ে যায় গত ২৬ শে ফেব্রুয়ারি । তারা ঘুরাঘুরির এক পযার্য়ে মির্জাপুর রেলওয়ের পাশে ওমর ফারুকের লাশ পাওয়া যায় । এটা একটি পরিকল্পিত হত্যা। আমি সঠিক তদন্তের মাধ্যমে এর সুষ্ঠু বিচারের দাবি জানায় প্রকাশনের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে । শিক্ষার্থীরা জানান আমাদের সহপাটি বন্ধু ওমর ফারুকের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি । এছাড়াও ছাত্র শ্রাবণ ও পথিক বলেন প্রশাসন যদি আগামী ৭ দিনের ভিতরে আসামি কে গ্রেফতার না করেন তাহলে বৃহৎ আন্দোলনের ডাক দিবেন তারা । এ সময় কলেজের ছাত্র-ছাত্রী শিক্ষক সহ স্লোগান দেন । আমার ভাই কবরে খুনি কেন বাহিরে এমন নানান স্লোগানে কলেজ ক্যাম্পাসেব। সাবেক ছাত্রদলের নেতা মোঃ আব্দুল্লাহেল কাফি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন ওমর ফারুকের হত্যাকারী রাকিবুল ইসলাম রাব্বিকে অতিসত্বর গ্রেপ্তার করতে হবে । ইউনিয়ন জামাতে আমির শামসুদ্দিন প্রশাসনের উদ্দেশ্যে বলেন এমন জঘন্যতম হত্যাকারীকে অনতবিলম্বে গ্রেফতার করতে হবে ।
ওমর ফারুকের ছোট ভাই শাহাদাত হোসেন বলেন আমার ভাইকে ইলেকট্রনিক কাজ দেবে বলে ২৬ শে ফেব্রুয়ারি বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আমার ভাইকে । আর গত ২৮ শে ফেব্রুয়ারি টাঙ্গাইল মির্জাপুর রেলওয়ের পাশে আমার ভাইয়ের লাশ পাওয়া যায় । আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে রাকিবুল ইসলাম রাব্বি বলে জানা তিনি । আমি নওগাঁ আদালতে একটি হত্যা মামলা দায়ের করেছি এখনো এই মামলার কোন সূরাও পাচ্ছিনা । আমার পরিবারের ও এলাকাবাসীরা দাবী সঠিক তদন্তের মাধ্যমে এর সুষ্ঠ বিচার । এবিষয়ে অভিযুক্ত রাকিবুল ইসলাম রাব্বির বাসায় গিয়ে তাহাকে না পাওয়া তার বক্তব্য দেওয়া সমভাব হয়নি । টাঙ্গাইল মির্জাপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এস আই নজরুল ইসলাম মুঠ ফোনে বলেন লাশের সুরতহালের রিপোর্ট এখনো হাতে পায় নাই। সুরতহালের রিপোর্ট হাতে পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে । এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ ওসি মনছুর রহমান বলেন মামলার কাগজ পত্র এলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Naogaon Correspondent:-
Md. Habibur Rahman