মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেছে উপজেলা ক্রীড়া সংস্থা। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম আজম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, সাহেবাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, ওশান হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবিরসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
বিতরণকৃত খেলাধুলা সামগ্রীর মধ্যে ছিল ক্রিকেট ব্যাট, ফুটবল, হ্যান্ডবল, ব্যাডমিন্টন রেকেট, দাবা সেটসহ আরও বিভিন্ন ক্রীড়া সরঞ্জাম।
অনুষ্ঠানে ইউএনও মাহমুদা জাহান বলেন, “শিক্ষার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও এগিয়ে যাক।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে যাতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া চেতনা ও অংশগ্রহণ বৃদ্ধি পায়।
ক্যাপশনঃ- ব্রাহ্মণপাড়ায় উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।