মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ে গঠিত হয়েছে নতুন এডহক কমিটি। দীর্ঘ ১৫ বছর পর বিদ্যালয়টি দোসর ও প্রভাবমুক্ত হয়ে পুনর্গঠনের পথে হাঁটছে, আর এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে নবগঠিত কমিটির দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা।
কমিটি দায়িত্ব নেওয়ার পরপরই বিদ্যালয় উন্নয়নে নেয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মধ্যে রয়েছে, সবুজ বেষ্টনী তৈরিতে বৃক্ষরোপণ,পুরনো শিক্ষকদের ভবনের সংস্কার,মাঠের আধুনিকায়ন,শিক্ষার মানোন্নয়নে পাঠোন্নয়ন কার্যক্রমের চালু উদ্যোগ.
নবগঠিত এডহক কমিটির সদস্য আকরাম হোসেন Said,“১৫ বছর পর আমরা একটি দোষমুক্ত, স্বাধীন পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছি। এখন আমাদের লক্ষ্য—বিদ্যালয়কে উপজেলার মধ্যে একটি মডেল স্কুলে পরিণত করা। সেই লক্ষ্যে কাজ শুরু করেছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম Tell me,“
নতুন কমিটির সঙ্গে একাধিক বিষয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে। মাঠে ফুটবল খেলার জন্য বারপোস্ট নির্মাণের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করব।”
এলাকাবাসীরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,নতুন কমিটি আমাদের সাথে কথা বলেছে, মতামত চেয়েছে। এমন আন্তরিকতা আগে দেখা যায়নি। আমরা আশাবাদী—এবার সত্যিই বিদ্যালয়ে নতুন কিছু হবে।”
শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা, এই গতিশীলতা অব্যাহত থাকলে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় আবারো তার হারানো গৌরব ফিরে পাবে এবং শিক্ষার মানোন্নয়নে এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠবে।