Mr. Mizanur Rahman Badal, Manikganj:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকায় বিধ্বস্ত সড়ক সংস্কারসহ অবৈধ ড্রাম ট্রাকে মাটি পরিবহন বন্ধের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার বেলা ১১ টায় মোসলেমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে ৩ শতাধিক লোক অংশ নেয়।
স্থানীয় আব্দুল কাদেরের সভাপতিত্বে ও গোলাম মোস্তফার সঞ্চালনায় বক্তব্য রাখেন,অন্যতম আয়োজক ইসমত আরা, প্রাণী চিকিৎসক সোলাইমান দেওয়ান বিকাশ, মো. বাচ্চু মিয়া, রমিজ উদ্দিন, রুবেল হোসেন, আলী হোসেন মন্ডল, আব্দুল হামিদ, মৌসুমি আক্তার ও মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ঢাকার নবাবগঞ্জ-দোহার উপজেলার সাথে সিংগাইরের সংযোগ সড়কটি শোল্লার খতিয়া ব্রিজ থেকে পূর্ব বান্দাইল,রুপারচর বাজার,মোসলেমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে সাহরাইল মোল্লা বাড়ি পর্যন্ত ৩ কিলো মিটার। সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় খানাখন্দে পরিনত হয়েছে। এত জনসাধারণের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কটি দ্রুত সংস্কার না করলে শত শত পথচারী ও ক্ষুদে শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। এছাড়াও ৫ আগস্টের পর পট পরিবর্তেনর বিশেষ করে বালু ও মাটি ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। রাত দিন সবসময বালুবাহী ড্রামট্রাক, মাহিন্দ্র ট্রলির বেপরোয়া চলাচলে ধুলা বালিতে দুর্ভোগের মাত্রা বাড়িয়ে দিয়েছে বলে তারা অভিযোগ করেন।
সেই সাথে অবৈধ এসব যানবাহন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের কাছে জোর দাবি জানান।
এর আগে সিংগাইর ও নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের কাছে গণস্বাক্ষর সম্বলিত লিখিত অভিযোগ দায়ের করেন এলাকাবাসী।