শাহরিয়ার কবির, পাইকগাছা (খুলনা):
খুলনার পাইকগাছার লতা ও দেলুটী ইউনিয়নের সংযোগস্থলে বাঁশের সাঁকোটি প্রতিদিন শত শত পথচারীর জন্য যেন মৃত্যুঝুঁকি নিয়ে অপেক্ষা করছে। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক ও নারীরা ঝুঁকি নিয়ে এই সাঁকো পার হচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব পাড়ে পাকা ঘাট থাকলেও পশ্চিম পাড়ে রয়েছে একটি জরাজীর্ণ বাঁশের সাঁকো, যা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ পারাপার হচ্ছেন। শিক্ষার্থীরা স্কুলে যেতে গিয়ে প্রায়ই পড়ে গিয়ে বই-খাতা ও পোশাক নষ্ট করছে, আবার নারীরা কলসের পানি নিয়ে কাদামাটির মধ্যে পড়ছেন।
ঘাটের মাঝি দিলিপ কুমার জানান, নিজ অর্থায়নে সাঁকো তৈরি করা হলেও এখনও কোনো সরকারি সহযোগিতা পাননি। সামান্য অসতর্কতাই বড় দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
স্থানীয় বাসিন্দা তৃষ্ণা মণ্ডল বলেন, “স্কুলে যেতে ভয় লাগে। কাদায় পড়ে বই খারাপ হয়ে গেছে অনেকবার।” গৃহিণী যমুনা সরকার বলেন, “পানির কলস নিয়ে পার হওয়া ভয়ংকর ঝুঁকিপূর্ণ।” কৃষক সৌমেন দাশ জানান, “মালামাল নিয়ে হাটে যাওয়া কষ্টকর, সাঁকো দিয়ে যাওয়া যায় না।”
দেলুটী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুকুমার কবিরাজ বলেন, বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আনা হয়েছে এবং পাকাঘাট নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন জানান, জনগণের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।