লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
“চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, যেখানেই মাদক সেখানেই প্রতিবাদ”—এ স্লোগানকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল বাজার এলাকায় সচেতন নাগরিকদের উদ্যোগে এ কর্মসূচি আয়োজিত হয়।
সমাবেশে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক লিটন মিয়ার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডোয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ আলম।
এছাড়া আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আলাউদ্দিন, ডোয়াইল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুসা, দপ্তর সম্পাদক আরিফুর ইসলাম, স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি আখতার হোসেন, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান আরিফ, ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম সফি, ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেন এবং ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আশিক মিয়া, সমাজকল্যাণ সম্পাদক আলম, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার, কৃষক দলের আলামিন ও ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুজাত সহ স্থানীয় বিভিন্ন পেশাজীবী ও সচেতন নাগরিকরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, মাদকের করাল গ্রাসে এলাকার যুবসমাজ দিন দিন ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। স্কুল-কলেজের শিক্ষার্থীরাও নেশাগ্রস্ত হয়ে পড়ছে, ফলে চুরি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধ বাড়ছে।
তাঁরা অবিলম্বে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে সামনে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।