মোঃশফিকুল ইসলাম শফিক ,স্টাফ রিপোর্টার:
পিরোজপুরের নাজিরপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে শুকনো খাবার ও গোখাদ্য বিতরণ করা হয়েছে।
বুধবার( ১৬ জুলাই ) সকালে নাজিরপুর উপজেলার বেদে পল্লী,অতুল নগর ক্ষুদ্র নৃগোষ্ঠী,শ্রীরামকাঠী ইউনিয়ন পরিষদ ও শাখারীকাঠী ইউনিয়ন পরিষদে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত শুকনা ও অন্যন্য খাবার সহ গো-খাদ্য বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার, সাজিয়া শাহনাজ তমা এতে প্রধান অতিথি হিসেবে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন, এসময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,খোকন চন্দ্র দাস,স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য বৃন্দ জনপ্রতিনিধি ও সাংবাদিক প্রমুখ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, প্রাকৃতিক দুর্যোগ এই জনপদে ব্যাপক ক্ষতি হয়। ওই ক্ষতি পুষিয়ে নিতে সরকার বিভিন্ন পর্যায় সহয়তা দিয়ে আসছে।তারই ধারাবাহিকতায় আজ এ জনপদের প্রান্তিক পর্যায় অস্বচ্ছ অভাবী ব্যক্তিদের মাঝে এই সহায়তা দেওয়া হচ্ছে। আপনারা অবশ্যই এর সঠিক ব্যবহার করবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ২০ পরিবারকে গো-খাদ্য ও ৫০ পিরবারকে শুকনা ও অন্যান্য খাবার সহায়তা দেয়া হয়।