মো. মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর মুন্সিবাড়ী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে পিকআপ ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে পল্লী বিদ্যুতের চার শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে শনিবার (৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে। জানা গেছে, বাটাজোর শাহী পার্ক এলাকা থেকে কাজ শেষে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর রহমতপুর কার্যালয়ের উদ্দেশ্যে যাচ্ছিল পল্লী বিদ্যুৎ বিভাগের শ্রমিক বহনকারী একটি নসিমন। পথে বিপরীত দিক থেকে আসা মুরগি পরিবহনকারী একটি পিকআপ (বরিশাল মেট্রো-ন ১৯-০৪৫৭) এর সঙ্গে নসিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় নসিমনের যাত্রী সাতক্ষীরা জেলার চার শ্রমিক — হুমায়ূন শেখ (৩০), মুসা (৩৫), আজিজুল (৩৫) ও সাকিব (১৭) — গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহতদের সবাই পল্লী বিদ্যুৎ বিভাগের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর থেকে পিকআপের চালক পলাতক রয়েছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।