বাসুদেব রায়, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে দেওয়া একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে বিপাকে পড়েছেন এক বাড়ির মালিক মোস্তাফিজুর রহমান। পৌর এলাকার প্রগতি পাড়ায় তাঁর বসতবাড়ি ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছে পৌরসভা, যদিও স্থানীয়রা বলছেন অভিযোগটি ভিত্তিহীন।
জানা গেছে, আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি দুদকে অভিযোগ করেন যে, মোস্তাফিজুর রহমান চলাচলের রাস্তার উপর বাড়ি নির্মাণ করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গণশুনানিতে পৌরসভাকে বাড়ি ভেঙে রাস্তা বের করে দেওয়ার নির্দেশ দেয় দুদক।
ভুক্তভোগী মোস্তাফিজুর রহমান জানান, “যেখানে বাড়ি করেছি সেটি আসলে সরকারি রাস্তা ছিল না। আমরা দুই প্রতিবেশী মিলে নিজেদের জমি ছেড়ে গলি করে দিয়েছিলাম। পৌরসভাও সে গলিতে তিন ফুট রাস্তা পাকা করেছে। বাড়ি নির্মাণের সময় আমি অতিরিক্ত এক ফুট ছেড়ে দিয়ে নির্মাণ করেছি। তবে বিএস নকশায় ভুলক্রমে সেই তিন ফুট গলি সাত ফুট দেখানো হয়েছে।”
তিনি আরও বলেন, “এই নকশার ভুলকে পুঁজি করে আব্দুর রাজ্জাক আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। এখন পৌরসভা আমাকে বাড়ি ভাঙতে বলছে, অথচ সেখানে আগে কোনো আপত্তি ছিল না।”
স্থানীয় বাসিন্দা বেগমা আক্তার ও রশিদা বেগম বলেন, “এখানে কোনো সরকারি রাস্তা ছিল না। সবাই মিলে সুবিধার জন্য গলি রেখেছিল। মোস্তাফিজুর বাড়ি করার সময় কেউ বাধা দেয়নি। এখন হঠাৎ কেন সমস্যা হচ্ছে, বুঝে পাচ্ছি না।”
অভিযোগকারী আব্দুর রাজ্জাক বলেন, “আমরা শুধু চাই সরকারিভাবে নির্ধারিত রাস্তা যেন ঠিক থাকে।”
এ বিষয়ে জানতে চাইলে নীলফামারী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তারিক রেজা বলেন, “সরকারি নিয়ম অনুযায়ী যেটা আইনি প্রক্রিয়া, আমরা সেটাই অনুসরণ করব।”
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, নকশার বিভ্রান্তির সুযোগে হয়রানি করা হচ্ছে এক নিরীহ পরিবারকে।