মোঃ হুমায়ুন কবির, গৌরীপুর:
ময়মনসিংহের গৌরীপুরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৫-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার ২৮ এপ্রিল সকাল ১০টায় স্থানীয় খাদ্য গোদাম প্রাঙ্গনে এ কর্মসূচির আওতায় কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ও চাল সংগ্রহের শুভ উদ্ভোধনের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সুত্র জানিয়েছেন এ বছর গৌরীপুরে প্রতি কেজি ৪৯ টাকা দরে ১৮৮৩৩ মেট্রিক টন চাল ও প্রতিকেজি ৩৬ টাকা দরে ১৩৯২ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে। ২৮ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এর শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান।
খাদ্য গোদাম কর্মকর্তা বোরহান উদ্দিনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ওবায়দুর রানা,গৌরীপুর প্রেসক্লাব সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন,সাংবাদিক ঐক্য ফোরাম সভাপতি শাহজাহান কবির হিরা,মিল মালিক সমিতির সাধারন সম্পাদক আলী আকবর আনিস,মিল মালিক মাহবুবুল আলম ফারুক,শামীম খান,সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, কৃষি বিভাগ ও খাদ্য বিভাগের প্রতিনিধি, স্থানীয় প্রশাসন এবং কৃষক প্রতিনিধি বৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই অভিযান কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করবে এবং জাতীয় খাদ্য মজুদ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার নির্ধারিত দামে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ করে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো এবং খাদ্য নিরাপত্তা জোরদার করাই এ কর্মসূচির মূল লক্ষ্য বলে জানানো হয়।