Bhurungamari (Kurigram) Representative:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় নাশকতা বিরোধী বিশেষ অভিযানে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—তিলাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা (৫২), বলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগ উপ-কমিটির সভাপতি ইব্রাহিম (৪০) এবং নলেয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা ও ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম (৪৫)।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, শুক্রবার (৯ মে) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
তিনি বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বে দায়ের করা নাশকতা সংশ্লিষ্ট একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। আমরা যাচাই-বাছাই শেষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।”
গ্রেফতারদের শনিবার (১০ মে) সকালে কুড়িগ্রাম জেলা সদর আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি।
তিনি আরও বলেন, “নাশকতামূলক কর্মকাণ্ড দমনে পুলিশ জিরো টলারেন্স নীতিতে রয়েছে। যেকোনো ধরনের অরাজকতা বা সহিংসতা রুখতে আমরা কঠোর অবস্থানে আছি।”
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে প্রশাসন বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে।