Monir Hossain, Benapole Correspondent:
বাংলা বর্ষপঞ্জির দ্বিতীয় মাস জ্যৈষ্ঠের আজ প্রথম দিন। গ্রীষ্মের উত্তাপে প্রকৃতি যখন ঝলসে উঠেছে, তখনই বাংলার মাঠে-মাঠে ও হাটে-বাজারে নেমে এসেছে রসালো ফলের উৎসব। নানা স্বাদের বাহারি ফলের সুবাসে ম-ম করছে বেনাপোলের বাজার।
চিরায়ত অভিধানে চৈত্রকে ‘মধুমাস’ বলা হলেও, কালের পরিবর্তনে জ্যৈষ্ঠই এখন সেই উপাধি ধারণ করেছে। কারণ এই সময়েই বাজার সয়লাব হয় আম, কাঁঠাল, লিচু, জাম, আনারস, তরমুজসহ অসংখ্য মৌসুমি রসালো ফলে।
বেনাপোল বাজার, শার্শা, নাভারন, বাগআচড়া—সবখানেই ফলের পসরা। দোকানিদের স্টলে ঝুলছে হলুদ-সবুজ আম, পাকা জাম, খুশবু ছড়ানো কাঁঠাল। শুধু গৃহস্থালি নয়, অফিস-আদালতেও আপ্যায়নের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে এই ফল।
অফিস শেষে কর্তা যখন হাতে ফলের ব্যাগ নিয়ে বাসায় ফিরছেন, তখন ইজিবাইক চালক কিংবা দিনমজুরের হাতেও দেখা যাচ্ছে ফলের থলে। এই ফলগুলো শুধু রসনাতৃপ্তিই নয়, কৃষকদের জন্যও নিয়ে আসে অর্থনৈতিক স্বস্তি। দেশের নানা প্রান্তে উৎপাদিত ফল জ্যৈষ্ঠেই পুরোদমে বাজারে আসে, যা কৃষিজ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
প্রচণ্ড গরমের মাঝে প্রকৃতির এই মধুর উপহার যেন বাংলার হৃদয় ছুঁয়ে যায়।
প্রেরক:
মো. মনির হোসেন, বেনাপোল, যশোর।