কামরুল হাসান কাজল, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ মেডিকেল কলেজ রক্ষার দাবিতে যুক্তরাজ্যের প্রবাসী হবিগঞ্জবাসীদের উদ্যোগে বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ইউকে’র বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়।
২০১৮ সালের ১০ জানুয়ারি যাত্রা শুরু করে হবিগঞ্জ মেডিকেল কলেজ। ৫১ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ৩০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। ইতোমধ্যে দুটি ব্যাচ কোর্স সম্পন্ন করেছে। কিন্তু সম্প্রতি এই মেডিকেল কলেজ বন্ধ করে অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনার খবর ছড়িয়ে পড়ায় উদ্বেগ তৈরি হয় হবিগঞ্জবাসীর মাঝে।
এই প্রেক্ষাপটে, প্রবাসী হবিগঞ্জবাসীরা ইউকে’র বিভিন্ন শহর থেকে একত্রিত হয়ে ‘হবিগঞ্জ ডিস্ট্রিক্ট এডুকেশন ট্রাস্ট ইউকে’র’ উদ্যোগে বাংলাদেশের রাষ্ট্রদূতের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে বলা হয়—হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধ বা স্থানান্তর হলে শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, পুরো জেলার স্বপ্ন ও সম্ভাবনার ওপর আঘাত আসবে।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ডিস্ট্রিক্ট এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, ট্রাস্টি ফয়জুর রহমান এমবিই, সেক্রেটারি এম মুন্তাকিম, ট্রেজারার জিয়া তালুকদার এবং চ্যানেল এস বার্মিংহামের প্রতিনিধি সাংবাদিক আতিকুর রহমান।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, স্মারকলিপিটি যথাযথ মাধ্যমে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করবে এবং হবিগঞ্জ মেডিকেল কলেজ হবিগঞ্জেই থেকে যাবে। পাশাপাশি তারা দেশের শিক্ষা উন্নয়ন ও প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যসেবার জন্য এই কলেজের টিকে থাকা ও বিকাশের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
প্রসঙ্গত, দেশের বিভিন্ন প্রান্তে অবস্থানরত হবিগঞ্জবাসী ও শুভাকাঙ্ক্ষীরা এই কলেজ রক্ষায় ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলছেন।