Satyajit Das (Moulvibazar Correspondent):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর বা Northern Slow Loris (Nycticebus bengalensis) কুকুরের আক্রমণ থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে প্রাণীটি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের আশ্রয়ে নিরাপদ ও সুস্থ রয়েছে।
শুক্রবার সকালে শ্রীমঙ্গল উপজেলার শংকরসেনা গ্রামের গড়পাড়া এলাকায় স্থানীয় পথচারী জুনু মিয়া বানরটিকে কুকুরের আক্রমণের শিকার অবস্থায় দেখতে পান। দ্রুত সাহসিকতার সঙ্গে তিনি প্রাণীটিকে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজলকে খবর দেন।
স্বপন দেব জানান,“বিরল এই লজ্জাবতী বানরটি ধীরে ধীরে হাঁটছিল,তখনই একটি কুকুর হঠাৎ আক্রমণ করে। চিৎকার শুনে পথচারী এগিয়ে এসে প্রাণীটিকে উদ্ধার করেন। এখন এটি আমাদের ফাউন্ডেশনে সুস্থ রয়েছে।”
এ বিষয়ে শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (ACF) জামিল খাঁন বলেন, “আমরা ঘটনা সম্পর্কে অবগত। আগামী এক-দুই দিনের মধ্যে প্রাণীটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।”
প্রসঙ্গত,লজ্জাবতী বানর দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি নিশাচর ও অত্যন্ত লাজুক প্রজাতি। এটি একটি বিষাক্ত স্তন্যপায়ী প্রাণী,যা হালকা বিষ নিঃসরণ করে নিজেকে শত্রুর হাত থেকে রক্ষা করে। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (IUCN) এই প্রজাতিটিকে বিপন্ন প্রাণী হিসেবে লাল তালিকাভুক্ত করেছে।
প্রকৃতির এই দুর্লভ সদস্যকে নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে আনার ঘটনায় স্থানীয়দের সচেতনতা ও মানবিকতা প্রশংসার দাবি রাখে। এখন প্রয়োজন আরও বৃহত্তর সামাজিক উদ্যোগ,যাতে বন ও বন্যপ্রাণী রক্ষা পায় আমাদের আগ্রাসন থেকে।