Monir Hossain, Benapole Correspondent:
যশোরের শার্শা উপজেলার নাভারণের বর্ষীয়ান রাজনীতিবিদ ও ব্যবসায়ী আসিফ-উদ-দৌলা ওরফে অলোক সরদার (৫৭) আর নেই। বৃহস্পতিবার (১৫ মে) রাত ৮টার দিকে তিনি ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং নাভারণ বাজারের পরিচিত মুখ। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
জীবন ও রাজনৈতিক পটভূমি
অলোক সরদার নাভারণ সর্দার বারিপোতা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার পিতা মৃত মমিন উদ্দিন ওরফে বিচ্চু সরদার ছিলেন নাভারণ বাজারের একজন সম্মানিত ব্যবসায়ী। তিনি বাল্যকাল থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং তার নানা, যশোর-১ (শার্শা) আসনের চারবার নির্বাচিত সংসদ সদস্য তবিবুর রহমানের প্রভাব ও আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন।
এক সময় তিনি বাংলাবাজার পত্রিকায় সাংবাদিকতা করেও খ্যাতি অর্জন করেন।
মানবিক গুণাবলি ও জনসম্পৃক্ততা
অলোক সরদার ছিলেন একজন সৎ, হাস্যোজ্জ্বল ও মিষ্টভাষী ব্যক্তি। দলমত নির্বিশেষে সকল মানুষের সুখ-দুঃখের সাথী ছিলেন তিনি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পরিবারের সদস্য বাদল সরদার Tell me,
“তিনি রাজনীতির পাশাপাশি মানুষকে ভালোবেসে গেছেন নিরলসভাবে। তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি।”
জানাজার সময়সূচি ও দাফন
শুক্রবার (১৬ মে) সকাল ১১টায় নাভারণ বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রামে সর্দার বারিপোতায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
সর্বস্তরের শোকপ্রকাশ
অলোক সরদারের মৃত্যুতে আওয়ামী লীগ, বিএনপি, ব্যবসায়ী সংগঠন, সাংবাদিক সমাজ ও স্থানীয় জনগণ গভীর শোক প্রকাশ করেছে। তারা তাঁর আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।