Staff Reporter:
ফরিদপুরের সদরপুর উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে নতুন বিদ্যুৎ সংযোগের আবেদন করতে গিয়ে হামলা ও শ্লীলতাহানির শিকার হয়েছেন এক দম্পতি। সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাটাখালী গ্রামের পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিসে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী মনির হোসেন (৪৫) সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তিনি (মনির) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দয়ের করেন।
মনির হোসেন জানান, তিনি চর চাঁদপুর বৈদ্য ডাঙ্গী গ্রামে তার স্ত্রীর বড় ভায়ের জায়গায় একটি নতুন বাড়ি নির্মাণ করছেন। ওই বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগের জন্য সকালে (২৮ এপ্রিল) পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিসে আবেদন করতে যান। আবেদন করার পর অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো: শহিদুল ইসলাম তাকে জানান, ওই বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া যাবে না। এর কারণ জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারমুখী আচরণ করেন। এ সময় অফিসের অন্যান্য কর্মচারীরাও এসে তাকে গালিগালাজ ও ধাক্কাধাক্কি করে। মনির হোসেনের স্ত্রী নাছিমা আক্তার বাঁধা দিতে গেলে তাকেও ধাক্কা দেওয়া হয়।
সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো: শহিদুল ইসলাম তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করে বলেন, যে জমিতে মনির বিদ্যুৎ সংযোগ নিতে এসেছে সেই জমি তার না। ওই জমির মালিকের কাছে আমাদের ৪৫ হাজার টাকা বাকি থাকায় আমি মিটার দিতে অস্বীকার করি। গ্রাহকের উপর হামলার বিষয়ে তিনি জানান, আমি তাদের উপরে হামলা কোন হামলা করিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, গ্রাহকের উপর হামলার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা যাচাই করে ব্যবস্থা নেয়া হবে।
Tanvir Tuhin