মোঃ আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শোভাযাত্রা ও সেমিনারসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবন-১ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এ এসে শেষ হয়।
শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হাসান তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ফিরোজ আহমদ, ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “মাদক ব্যক্তি, পরিবার ও সমাজ—সবকিছুকেই ধ্বংস করে দিতে পারে। মাদক থেকে দূরে থাকতে হবে এবং সমাজে এ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে হবে।”
শোভাযাত্রা চলাকালে শহরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী স্লোগান সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
এরপর বেলা ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে “মাদকের কুফল” বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুনের সভাপতিত্বে আয়োজিত এ সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন প্রো-ভাইস চ্যান্সেলর ড. সুমন কান্তি বড়ুয়া ও কোষাধ্যক্ষ ড. ফিরোজ আহমদ। ভার্চুয়ালি যুক্ত হয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় সার্কেলের অতিরিক্ত পরিচালক আসলাম আলী।
সেমিনারে শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।