Joypurhat District Representative:
জয়পুরহাটের কালাইয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাইফুল ইসলাম ফকিরকে (৬০) কে গ্রেফতার করেছে কালাই থানা পুলিশ।
মঙ্গলবার ২১ মে সকাল ৯ টায় কালাই পৌরসভার সাবেক হাসনাহেনা সিনেমা হলের পার্শ্ববর্তী এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত সাইফুল ফকির (৬০) উপজেলার বেগুনগ্রামের মৃত তফিজ উদ্দিন ফকিরের ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিশুটি নিজ বাড়ি বেগুনগ্রাম থেকে সকাল ৬টার দিকে স্কুলের সহকারী শিক্ষিকার কাছে প্রাইভেট পড়তে আসে। পড়া শেষে ৮টার দিকে বাড়ি ফেরার পথে অটো ভ্যানের জন্য রাস্তায় দাঁড়ালে ওই সময় বৃষ্টি শুরু হয়। এ সময় ধর্ষক সাইফুল ইসলাম শিশুটিকে সুকৌশলে ফুঁসলিয়ে রাস্তার পাশেই নির্জন গলির মধ্যে নিয়ে যায়। পরে মুখে গামছা দিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
একপর্যায়ে মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে স্থানীয়ারা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করে কর্তব্যরত চিকিৎসক।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে কালাই একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। ইতোমেধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে৷