আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে ১লা মে ২০২৫ শনিবার সকাল ১০ ঘটিকায় দিনমজুর ও শ্রমজীবী মানুষদের সম্মানে সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। “শ্রমিক-মালিক এক হয়ে গড়বে এ দেশ নতুন করে” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল। তিনি বলেন, “শ্রমিকরা আমাদের সমাজ ও অর্থনীতির মূল চালিকাশক্তি। তাঁদের সম্মান ও অধিকার রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। উদারতা যুব ফাউন্ডেশন বরাবরের মতো এবারও শ্রমিকদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।” সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রশাসনিক কর্মকর্তা আল-আমিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শ্রমিকদের কষ্ট ও পরিশ্রমের বিনিময়ে আজকের আধুনিক পৃথিবী গড়ে উঠেছে। তাই শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।” আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মইনুর, দেলোয়ার, স্বাধীন, আরিফ, আকাশ, সোহেলসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
তাঁরা সবাই শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন। সভায় উপস্থিত অতিথিরা বলেন, সমাজের প্রতিটি স্তরে শ্রমিকদের সম্মান ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে সরকারি ও বেসরকারি পর্যায়ে আরও উদ্যোগ গ্রহণ প্রয়োজন। বক্তারা শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবা, বাসস্থান, শিক্ষা ও সামাজিক সুরক্ষার বিষয়গুলোতেও গুরুত্বারোপ করেন। পুরো অনুষ্ঠানে শ্রমিকদের সরব উপস্থিতি এবং প্রাণবন্ত অংশগ্রহণ চোখে পড়ার মত ছিলো।