Utfal Barua, Sylhet
সিলেট মেট্রোপলিটন হেডকোয়ার্টার্স, সম্মেলন কক্ষে জুলাই আগস্ট আন্দোলনে সিলেট মহানগরী এলাকার শহীদদের পরিবার ও গুরুতর আহতদের মাঝে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সিলেট মহানগর কর্তৃক ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার ৩০ মার্চ সিলেট মহানগরী পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- শারমিন আক্তার, সহ সভানেত্রী পুনাক সিলেট মহানগর, সালমা আক্তার, সাধারণ সম্পাদিকা পুনাক সিলেট মহানগর, সায়মা আক্তার, সদস্য পুনাক সিলেট মহানগর, শাহানাজ সুলতানা, সদস্য পুনাক সিলেট মহানগর,কারিমা আক্তার, সদস্য পুনাক সিলেট মহানগর,খাদিজা রাইয়্যান, সদস্য পুনাক সিলেট মহানগর,পূজা মল্লিক, সদস্য পুনাক সিলেট মহানগর, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) রাখী রানী দাসসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় জুলাই আগস্ট আন্দোলনে সিলেট মহানগরী অধিকৃত এলাকার ২২ (বাইশ) জন শহীদ পরিবার ও গুরুতর আহত সদস্যগণকে ঈদ উপহার প্রদান করা হয়। উপহার বিতরণ শেষে শহীদ পরিবারের সদস্যদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন পুনাক সভানেত্রী ও পুলিশ কমিশনার।