Satyajit Das (Moulvibazar Correspondent):
পদোন্নতি,নিয়োগ এবং ন্যায্য বেতন কাঠামোর দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন মৌলভীবাজার আদালতের বিচার বিভাগের সহায়ক কর্মচারীরা। সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হয়।
কর্মবিরতির সময় জেলার অধীনস্থ আদালত ও ট্রাইব্যুনালগুলোর সহায়ক কর্মচারীরা ব্যানার হাতে মৌলভীবাজার কোর্ট প্রাঙ্গণে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।
তাদের দাবি,বর্তমান সহায়ক কর্মচারীদের জন্য বিচার বিভাগীয় বেতন কাঠামো ৭ম থেকে ১২তম গ্রেড অনুযায়ী পুনঃনির্ধারণ করতে হবে, যাতে তাদের কর্মপরিশ্রমের যথাযথ মূল্যায়ন হয়।
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এ বি এম ফিরোজ আলম চৌধুরীর সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের শীর্ষ নেতারা,যাদের মধ্যে ছিলেন সিনিয়র সহ-সভাপতি বাবু অনুপম তালুকদার, সহ-সভাপতি এম.এ জাবেদ,সাধারণ সম্পাদক বাবু বিকাশ চন্দ্র দত্ত, যুগ্ম সম্পাদক বাবু সুজিত রঞ্জন ধর,মো. আসলাম উদ্দিন, মো. আশরাফুল ইসলাম,প্রণব চন্দ্র গোপ,সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মুমিন রনি এবং অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা জানান,বিচার বিভাগের অনেক দপ্তরে-গাড়িচালক,দারোয়ান,পিয়ন,কম্পিউটার অপারেটরসহ অন্যান্য কর্মচারীরা বছরের পর বছর ধরে কাজ করে গেলেও তারা এখনও ন্যায্য বেতন, উৎসব ভাতা ও প্রয়োজনীয় ছুটিসহ প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তারা বলেন,প্রশাসনিক স্তরে বারবার আবেদন করেও প্রতিকার না পেয়ে এখন রাজপথে দাঁড়াতে বাধ্য হয়েছেন।
তারা আরও জানান,যতদিন না তাদের দাবিগুলো বাস্তবায়ন হচ্ছে, ততদিন আন্দোলন অব্যাহত থাকবে। পাশাপাশি বর্তমান সরকারের কাছে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার অনুরোধ জানান।