সাহিত্যিক, সমাজসেবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কবিসংসদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর ৫৫তম জন্মদিন নানা আয়োজনে ৬ মে বিকালে ঢাকার তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সেমিনার হলে নানা আয়োজনে উদযাপন করা হয়। এ উপলক্ষে কবিসংসদ বাংলাদেশের উদ্যোগে ‘মানবতার জন্যে সেবা’ শীর্ষক আলোচনা সভা, কবিতা পাঠ, কেক কাটা, দোয়া মাহফিল ও ফুলেল শুভেচ্ছা প্রদান প্রভৃতি কর্মসূচি পালন করা হয়।
কবিসংসদ বাংলাদেশের স্থায়ী পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজীর সভাপতিত্বে কবিসংসদ বাংলাদেশের সাধারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনক ও সাহিত্য সম্পাদক কবি রলি আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, কবিসংসদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা কবি ইমরোজ সোহেল, উপদেষ্টা জাগ্রত মহানায়ক শিহাব আলম রিফাত ও অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, কোস্ট্যাল জার্নালিস্ট ফোরামের সভাপতি আতাউল্লাহ খান আতা, পুথি সম্রাজ্ঞী হাসিনা মমতাজ, সাপ্তাহিক যুবকণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক আকতার হোসেন, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল, লায়ন্স ক্লাব অব ঢাকা গ্লোরিয়া এর প্রেসিডেন্ট লায়ন খালেদ মাহমুদ এমজেএফ, লায়ন খান আকতারুজ্জামান, রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশনের মহাসচিব মুফতি মাওলানা আনিসুর রহমান জাফরী, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া, বাংলাদেশ মিডিয়া ক্লাবের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন ভূইয়া, মাটির সুরের চেয়ারম্যান কণ্ঠশিল্পী মাহিন সারওয়ার, পালকি শিল্পী গোষ্ঠির সভাপতি অভিনেতা এবি বাদল, কবি ইলোরা সোমা, কবি তাসলিমা আক্তার, কবি জান্নাতুল ফেরদৌস, কবি আখী আক্তার, কবি দেলোয়ার হোসেন রাতুল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, লায়ন মোঃ গনি মিয়া বাবুল মানবিক গুণাবলিতে উজ্জীবিত একজন শৃজনশীল মানুষ। তিনি দীর্ঘদিন যাবত মানবতার কল্যাণে কাজ করে আসছেন। মানবতার কল্যাণে কাজ করাই জন্মের স্বার্থকতা। তিনি সাংসারিক জীবনেও একজন সফল ব্যক্তি। তিনি একজন দক্ষ ও সফল সংগঠক।
লায়ন মোঃ গনি মিয়া বাবুল তাঁর বক্তব্যে বলেন, আমি আজীবন মানবতার কল্যাণে কাজ করতে চাই। তিনি প্রত্যেককে সামর্থ অনুযায়ী অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরো বলেন, মানুষের উপকার করার মধ্যেই নিজের সফলতা নিহিত রয়েছে।
অনুষ্ঠানে কবিসংসদ বাংলাদেশ, লেখক উন্নয়ন কেন্দ্র, কোস্ট্যাল জার্নালিস্ট ফোরাম, এশিয়ান টেলিভিশন, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন প্রভৃতি সংগঠন ও অনেকে ব্যক্তিগতভাবে লায়ন গনি মিয়া বাবুলকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে জন্মদিন উপলক্ষে অনেক সংগঠন ও ব্যক্তিগতভাবে অনেকে লায়ন মোঃ গনি মিয়া বাবুলকে বই ও অন্যান্য সামগ্রী উপহার প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত দশজন কবি লায়ন মোঃ গনি মিয়া বাবুলকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন। পুথি সম্রাজ্ঞী হাসিনা মমতাজ গনি মিয়া বাবুলকে নিয়ে একটি স্বরচিত পুথি অনুষ্ঠানে আবৃত্তি করেন।
অনুষ্ঠানে লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন সফলতা এবং দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি মাওলানা আনিসুর রহমান জাফরি।