নেত্রকোণা প্রতিনিধি:
নতুন কোনো কর আরোপ ছাড়াই নেত্রকোণার মদন পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৪৪ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৩৬৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩০ জুন) বিকেলে মদন পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান.
বাজেট বক্তৃতায় তিনি জানান, শহর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি ৮১ লাখ ৬৭ হাজার টাকা, and উদ্বৃত্ত দেখানো হয়েছে ১ কোটি ১৬ লাখ ৮১ হাজার ৩৬৯ টাকা.
বাজেটে যেসব খাতে অগ্রাধিকার:
- রাস্তাঘাট ও ড্রেন নির্মাণ
- ব্রিজ ও কালভার্ট
- বিশুদ্ধ পানি সরবরাহ
- নলকূপ স্থাপন
- পাবলিক টয়লেট নির্মাণ
- সড়কবাতি স্থাপন ও রক্ষণাবেক্ষণ
উন্মুক্ত আলোচনার আয়োজন:
বাজেট ঘোষণার পর পৌরবাসীর অংশগ্রহণে একটি উন্মুক্ত সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে নাগরিকরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে মতামত দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দল আহাদ
- একাডেমি সুপারভাইজার জোছনা আক্তার
- উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সায়েদা রোবায়েত
- পৌর নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম
- পৌর সহকারী প্রকৌশলী মো. জামিল হোসেন
এছাড়া স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।