PABIPRIB Representative:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) কেন্দ্রে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীর উপস্থিতির হার ৮৮ দশমিক ৩৮ শতাংশ।
শুক্রবার (০৯ মে ) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিল্ডিং-১ ও ২, ইঞ্জিয়ারিং ভবন, এম এ ওয়াজেদ আলী মিয়া বিজ্ঞান ভবন ও মহুয়া ভবনে অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ড. মো: আব্দুর রহিম জানান, ‘এ’ ইউনিটে পাবিপ্রবি কেন্দ্রে ১১৬৯৬ জন শিক্ষার্থীর অংশগ্রহণ করার কথা থাকলেও অংশ নেয় ১০৩৩৭ জন। যা মোট শিক্ষার্থীর ৮৮ দশমিক ৩৭ শতাংশ।
পরীক্ষা শুরুর পর পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা সংশ্লিষ্ট ফোকাল পয়েন্ট, প্রক্টর, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ও পরীক্ষাসংশ্লিষ্টরা। এর আগে তারা পরীক্ষার্থীদের অভিভাবকদের বসার স্থানে যান এবং তাদের সাথে কথা বলেন। অবিভাবকদের জন্য বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন, বিস্কুট ও মহিলা অভিভাবকদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা করা হয়েছে।
পাবিপ্রবি কেন্দ্রের আইনশৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামরুজ্জামান খান জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুশৃঙ্খলভাবে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রক্টরিয়াল বডি, আইনশৃঙ্খলা বাহিনী ও রোভার স্কাউট যৌথভাবে কাজ করেছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলো দূর থেকে আগত শিক্ষার্থীদের সহায়তা করেছে।
পরীক্ষা শেষে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “এবার ‘এ’ ইউনিটে পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলক ভাবে অনেক বেশি। এজন্য আমাদের কাজের পরিধি অনেক বেশি ছিল। আলহামদুলিল্লাহ পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এখানে উত্তরাঞ্চলের শিক্ষার্থীরাই বেশিরভাগ এসেছেন। পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। সবার সার্বিক সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।”
উল্লেখ্য, স্থাপত্য বিভাগের আবেদনকারীদের পরীক্ষা ৯ মে বিকাল ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।