Shahjahan Ali Manon, Nilphamari District Representative:
নীলফামারীর ডিমলা উপজেলা বালাপাড়া ইউনিয়নে ট্রাক্টর পুকুরে পড়ে ড্রাইভার নিহত হয়েছে। সোমবার (২১জুলাই) উপজেলার বালাপাড়া ইউনিয়নের ছাতনাই গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত ড্রাইভার আসলাম হাবিব (৩৩) টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের উত্তর বালিয়া গ্রামের নওজেজ আলীর ছেলে।
জানা যায়, ছাতনাই গ্রামের রহম আলীর ছেলে খাইরুল আলম গত এক মাস আগে আসলাম হাবিব (৩৩) কে নিজ এলাকায় কৃষকের জমির চাষ করার জন্য নিয়ে আসে। গতরাত ১২টা হতে ভোর ৫ টা পর্যন্ত সে বিভিন্ন জনের জমি চাষ করে।
পরে খাইরুল আলমের বাড়ি যাওয়ার পথে ঘুমের ঘোরে রাস্তার পাশে পুকুরের পানিতে ট্রাক্টর উল্টে পড়লে গাড়ির নিচেই ড্রাইভার আসলাম মারা যায়। খবর পেয়ে ডিমলা ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ড্রাইভারের মৃতদেহ ট্রাক্টরের নিচ হতে উদ্ধার করে।
এই বিষয়ে ডিমলা থানার অফিসার্স ইনচার্জ ফজলে এলাহী বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা আসলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।