উজিরপুর, বরিশাল (প্রতিনিধি):
বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের পূর্ব মুণ্ডপাশা গ্রামে ইটসলিং রাস্তার নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শিকারপুর মারকাযুল কারীম ইয়াতীমখানা থেকে মরহুম শাহে আলম হাওলাদারের বাড়ি পর্যন্ত প্রায় ৬৫০ ফিট দৈর্ঘ্যের এই পাকাসড়কের ইটসলিং কাজ শুরু হয়েছে আজ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব মিয়া। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যাপক শাহাজান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হাওলাদার, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী জলিল হাওলাদার, বিএনপি নেতা সিদ্দিকুর রহমান সরদার এবং সমাজসেবক আব্দুল লতিফ হাওলাদার।
স্থানীয় জনগণ জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। ইটসলিং কাজের ফলে এখন এলাকার মানুষের যাতায়াতের সুবিধা যেমন বাড়বে, তেমনি কৃষিপণ্য পরিবহনেও গতি আসবে।
এই উন্নয়নমূলক উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা গেছে।