“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যে জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে, কুমিল্লার মুরাদনগরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে ভূমি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন এবং সঞ্চালনায় ছিলেন ভূমি অফিসের প্রধান সহকারী হাবিবুন্নবী আশিকুর রহমান।
আলোচনা সভায় বক্তৃতা রাখেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, রামচন্দ্রপুর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মো. হানিফ, সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আবদুর রহমান বলেন, “জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভূমি সেবা সপ্তাহের আয়োজন করা হয়েছে। ভোগান্তি ছাড়াই ভূমি মালিকরা এখানে সহজেই কাঙ্ক্ষিত সেবা পাবেন।”
তিনি আরও জানান, মেলায় চালু করা হয়েছে ভূমি সেবা স্মার্ট বুথ, যেখান থেকে অনলাইনে ভূমি সেবা গ্রহণ সম্ভব। পাশাপাশি অফলাইন সুবিধাও থাকছে।
আলোচনা সভায় আরও জানানো হয়, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রাপ্তিসহ ভূমি সেবাসমূহ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে। এছাড়া ভূমি সংক্রান্ত যেকোনো তথ্য ও অভিযোগ জানাতে ১৬১২২ হটলাইন সেবার উপযোগিতার বিষয়েও জনগণকে সচেতন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা হায়দার নুপুর, আইসিটি কর্মকর্তা রাফিদ উদ্দিন খান, মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাসিনা আক্তার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, সেবা গ্রহীতা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
ভূমি মেলায় অংশগ্রহণকারীরা অনলাইনে ও সরাসরি সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের জনবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।র থানার কর্মকর্তা (ওসি ) জাহিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, রামচন্দ্রপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো: হানিফ, সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.আবদুর রহমান বলেন, জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে ভূমি সেবা সপ্তাহের আয়োজন করা হয়েছে। কোন রূপ ভোগান্তি ছাড়া ভূমির মালিকগণ নিশ্চিন্তে এ মেলা থেকে তাদের কাঙ্ক্ষিত সেবা পাবেন। এই মেলায় ভূমি সেবা পেতে চালু করা হয়েছে ভূমি সেবা স্মার্ট বুথ। যে কেউ অনলাইনে এ বুথ থেকে সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া অফলাইনের সুযোগ সুবিধা তো রয়েছেই।
এছাড়াও আলোচনা সভায় জনবান্ধব ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগসমূহ, সেবা গ্রহীতাদের প্রাপ্তিসমূহ, ভবিষ্যৎ ভূমি ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা ইত্যাদি বিষয়সমূহ আলোচনা করা হয়। এছাড়া ই-নামজারির আবেদন প্রক্রিয়া, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং এ সকল ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা সংক্রান্ত বিষয়ে ব্যাপক ধারণা দেয়া হয়। অনলাইনে ডিসিআর, অনলাইনে খতিয়ান প্রাপ্তি, ভূমি সেবা সম্পর্কে অভিযোগ জানাতে বা ভূমি সেবা সংক্রান্ত যে কোন বিষয় জানতে হট লাইন সেবা (১৬১২২) এর উপযোগিতা সম্পর্কেও সচেতন করা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ন, উপস্থিত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সিরাজুল ইসলাম মানিক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা হায়দার নুপুর, আইসিটি কর্মকর্তা রাফিদ উদ্দিন খান, মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাসিনা আক্তার, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুফি আহমেদ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ভূমি সেবা সংক্রান্ত গ্রহীতারা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।