Satyajit Das (Moulvibazar Correspondent):
নারী অবমূল্যায়ন,নিপীড়ন ও শিশু নির্যাতনের বিরুদ্ধে এবং ন্যায়বিচারের দাবিতে মৌলভীবাজারে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ মার্চ) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে এই সমাবেশের আয়োজন করে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র মৌলভীবাজার জেলা শাখা।
সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সদস্য ও জেলা সংগঠক কাজল রায়। সভা পরিচালনা করেন জেলা সংগঠক রেহনোমা রুবাইয়াৎ।
বক্তারা বলেন,’দেশে নারীর নিরাপত্তা আজ প্রশ্নের মুখে। শিশু ও নারীর প্রতি ক্রমবর্ধমান সহিংসতা বন্ধে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সমাবেশ থেকে সামাজিক সচেতনতা বাড়ানো এবং নারীদের মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়’।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন; মহিলা ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রুখসানা আফরোজ আশা।
আরও বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক অ্যাডভোকেট মঈনুর রহমান মগনু, সিপিবির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জহর লাল দত্ত, বাসদের জেলা সদস্য আবুল হাসান,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক হৃদয় অধিকারী এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন,যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।