Kamalganj (Moulvibazar) Representative:
মৌলভীবাজারের কমলগঞ্জে সাইবার অপরাধ প্রতিরোধ ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ মে) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা আইসিটি অফিসার রকিবুল হক।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ।
কর্মশালায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ স্থানীয় সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
আলোচনায় সাইবার নিরাপত্তা, অনলাইন প্রতারণা, তথ্য চুরি, ভুয়া আইডি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোসহ বিভিন্ন সাইবার অপরাধ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি অপরাধীরাও আধুনিক হচ্ছে। তাই প্রযুক্তির ব্যবহার যেমন প্রয়োজন, তেমনি তার নিরাপদ ব্যবস্থাপনাও জরুরি।
বিশেষ করে কিশোর ও তরুণ সমাজকে এ বিষয়ে সচেতন করে তুলতে হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও মাখন চন্দ্র সূত্রধর বলেন,
“সাইবার জগতে প্রতিনিয়ত নতুন নতুন ফাঁদ তৈরি হচ্ছে। এ থেকে নিজেদের রক্ষা করতে হলে সচেতনতা বাড়াতে হবে। প্রশাসন ও সাধারণ জনগণ একযোগে কাজ করলে এই সমস্যা মোকাবেলা করা সম্ভব।”
কর্মশালাটি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে এবং ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে এ ধরনের আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।