Basudeb Roy, Nilphamari Correspondent:
দুই দফা দাবী বাস্তবায়নে নীলফামারীতে দুই ঘন্টাব্যাপী কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এ্যাসোসিয়েশন। সোমবার (৫ মে) সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে এগারটা পর্যন্ত আদালত চত্বওে এই কর্মসুচি পালন করে তারা। এসময় বক্তৃতা দেন সংগঠনটির সভাপতি আসাদুজ্জামান প্রামাণিক পিন্নু, সহ-সভাপতি সোহেল শাহ্, সাধারন সম্পাদক লোকমান হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শালেকুজ্জামান প্রমূখ।
তারা বলেন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবি আমরা করে আসছি। সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক টিম একাধিকবার যোগাযোগ করলেও দাবি মানার ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এ কারণেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করছি।