মো: আরিফ ইসলাম বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের বীরগঞ্জে বিভিন্ন শ্রমিক সংগঠন ও উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পৌর শহরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ মে বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে সমাবেশ, আলোচনা সভা ও র্যালি হয়।
বীরগঞ্জ উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন, অটোবাইক চালক শ্রমিক কল্যান সংগঠন, উপজেলা দোকান-কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শ্রমিক কল্যান সংগঠন, মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন সহ সকল শ্রমিক সদস্যদের উপস্থিতির মাধ্যমে বীরগঞ্জ পৌর শহরে প্রধান প্রধান সড়কে র্যালি প্রদর্শন করেন। বীরগঞ্জ উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আমিরুল ইসলাম বাহার, উপদেষ্টা আব্দুল কাদের মন্ডল।
এসময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মোঃ মজিবর রহমান, সাধারণ সম্পাদক মোঃ কাজল, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম, অর্থ সম্পাদক নুরুল আলম, দপ্তর সম্পাদক জাহিরুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল মান্নানসহ শ্রমিক সকল সদস্য গণ।
এসময় প্রধান অতিথি বলেন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর বলেন ,শ্রমিকরা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে দেশের অর্থনীতিকে সাবলম্বী করে এবং মাদক সেবন কারী মানুষ দেশের শত্রু ও সংসার ও সমাজের ব্যাপক ক্ষতি সাধন করেন,মাদক নির্মুল করার লক্ষে বিভিন্ন দিক নিদেশনা মুলক বক্তব্য প্রদান করেন ।