ইয়াছিন মোল্লা সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি :
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর প্রাইম এশিয়া ইউভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার ১৯ এপ্রিল বিকেলে এ হত্যাকান্ডের শিকার হয় সে। নিহত পারভেজ এশিয়া প্রাইম ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার এ হত্যাকান্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। তার হত্যার সাথে জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সকাল ১১:৩০ মিনিটে কলেজ প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশের পর বিক্ষোভ মিছিল নিয়ে বের হয় সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল পরে মিছিলটি মহানগর মহিলা কলেজ প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে এসে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে শেষে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিমউদদীন বলেন, সভাপতি :- আপনারা জানেন বিগত ২ দিন আগে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা জাতীয়তাবাদী ছাত্রদলের একনিষ্ঠ কর্মী আমাদের সহযোদ্ধা ভাই পারভেজকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যা করেছে যা আপনারা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়াতে দেখেছেন। আপনারা যারা সাংবাদিক নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন সারা বাংলাদেশ দেখেছে একজন মেধাবী শিক্ষার্থীকে কিভাবে হত্যা করা হয়। আমরা তার এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আর নাহলে আমরা বর পরিসরে আন্দোলনে যেতে বাধ্য হবো।
এসময় সাধারণ সম্পাদক রুবেল হোসেন বলেন :- আপনারা জানেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারবেজ ভাইকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছু বখাটে সন্তাসী, তুসার হৃদয় সহ আমাদের সেই শিক্ষার্থী ভাইকে খুন করেছে তার প্রতিবাদে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
এই ঘটনায় যারা প্রকৃত ভাবে দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। আমরা চাচ্ছি এই ঘটনা যাতে দ্বিতীয়বার বাংলাদেশের কোনো ক্যাম্পাসে না ঘটে। আমরা চাই প্রতিটা ক্যাম্পাসে সুশৃঙ্খলভাবে সবাই রাজনীতি করবে যার যার মত আছে সে প্রকাশ করবে কিন্তু এখানে যদি কেউ বিশৃঙ্খলা তৈরি করে তার জবাব আমরা শক্তভাবে দিব।