Mr. Mizanur Rahman Badal, Manikganj:
মানিকগঞ্জ সিংগাইর উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। এবার এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে ৯৫ জন অংশগ্রহণ করে। এর মধ্যে ৮৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। বিদ্যালয়টি উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করায় বিদ্যালয় প্রাঙ্গণে বইছে আনন্দের বন্যা ।
সূত্রে জানাগেছে, এ বছর শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে মোট ৯৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৮৭ জনই কৃতকার্য হয়েছে এবং পাসের হার ৯১.৫৮ %। উল্লেখযোগ্য বিষয় হলো এর মধ্যে ২ টি গোল্ডেনসহ মোট ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে বিদ্যালয়ের গৌরব আরও বাড়িয়ে দিয়েছে । এই অসাধারণ ফলাফলের পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এই সাফল্য আমাদের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। আমরা সারা বছর ধরে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করেছি। শিক্ষকদের নিরলস পরিশ্রম এবং শিক্ষার্থীদের কঠোর অধ্যাবসায়ই আমাদের এই অর্জন এনে দিয়েছে। তিনি আরো বলেন, আমরা এই সাফল্য ধরে রাখতে বদ্ধপরিকর এবং এটি আগামীতে আমাদের আরও ভালো ফল করার জন্য উৎসাহ জোগাবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল মালেক মিয়া বলেন, যে স্কুলের এক সময় কোন নাম ছিল না সেই স্কুলের এমন সাফল্যে অত্যন্ত গর্বিত। প্রধান শিক্ষক এবং তার টিমের অক্লান্ত পরিশ্রম সত্যিই প্রশংসার দাবিদার । আমরা বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করার জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখব।