Muhammad Abul Bashar:
ময়মনসিংহে পাবলিক সার্ভিস কমিশন-পিএসসির সংস্কার দাবিতে রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জব্বারের মোড় এলাকায় ট্রেন অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
শনিবার ২৬ এপ্রিল রাত পৌনে ৯টায় ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী অগ্নিবিণা এক্সপ্রেস ট্রেনটি বাকৃবির জব্বারের মোড় এলাকায় পৌঁছালে আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ করেন। এ সময় তারা পিএসসির সংস্কার দাবিতে স্লোগান দেন।আন্দোলনরত শিক্ষার্থী আলী হোসেন জানান,পিএসসি সংস্কার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে নেমেছেন।এ আন্দোলনের অংশ হিসেবে ট্রেন অবরোধ করা হয়েছে।ট্রেন অবরোধের বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপার নাজমুল আলম জানান,ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে রাত সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় যাওয়ার পর শিক্ষার্থীরা ট্রেনটি অবরোধ করেন।এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আন্দোলনকারী শিক্ষার্থীদের বুঝিয়ে শুনে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা মেনে নিয়ে আন্দোলন তুলে নেন। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা যায়।