শাহ আলম জাহাঙ্গীর, কুমিল্লা প্রতিনিধি:
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” প্রতিপাদ্যে কুমিল্লার হোমনায় তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা ভূমি অফিস এ মেলার আয়োজন করে।
গতকাল রবিবার সকাল দশটায় উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন। আগামী ২৭মে পর্যন্ত এ মেলা চলবে। ভূমি সংক্রান্ত সব তথ্য ও সেবা প্রদানের জন্য ভূমি অফিসের পক্ষ থেকে মেলায় স্টল স্থাপন করা হয়েছে।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছেরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. রাশেদুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. ছিদ্দিকুর রহমান, নাজির মোহাম্মদ আবদুল হাকিমসহ সকল ইউনিয়ন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
ভূমি মেলা উপলক্ষে অনলাইন ভূমিসেবা গ্রহণ ও ভূমি উন্নয়ন কর প্রদান সম্পার্কিত বই ও লিফলেট বিতরণ করা হয়। আগামি ২৭ মে পর্যন্ত এ মেলা চলবে। এ ছাড়া আগামী ২৬ মে সোমবার উপজেলা প্রশাসন লাইব্রেরিতে ছাত্র-ছাত্রীদের জন্য ভূমি বিষয়ক কুইজ প্রতিযেগিতা অনুষ্ঠিত হবে।