উজিরপুর (বরিশাল) সংবাদদাতা:
বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থায়ী ও নিজস্ব ভবনে স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২২ মে) সকাল ৯টায় উজিরপুর-সাতলা সড়কের কেসবকাঠী এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের দাবি, পরিষদের নিজস্ব জমিতে নির্মিত ভবন থাকা সত্ত্বেও সেটি পরিত্যক্ত দেখিয়ে ব্যক্তিগত বাসভবনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালানো হচ্ছে, যা অনৈতিক ও জনসেবার পরিপন্থী।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সেলিম মনজুর। বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান প্রার্থী মোঃ কামরুজ্জামান টুলু, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ পনির খান, ৪নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি আব্দুস সালাম বেপারী, ৫নং ওয়ার্ড জামায়াত ইসলামের সভাপতি জিয়াউল হক, সাবেক ইউনিয়ন যুবদল সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান এবং ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ মোস্তফা কামাল।
বক্তারা অভিযোগ করেন, স্বৈরাচারী সরকারের সময় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন মাস্টার ও আব্দুল খালেক রাড়ি পরিকল্পিতভাবে ইউনিয়ন পরিষদের ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে ব্যক্তিগত বাসভবনে অফিস পরিচালনা শুরু করেন। এতে সরকারের লক্ষ লক্ষ টাকা অপচয় হয়েছে এবং সাধারণ জনগণ আর্থিক, সামাজিক ও মানসিক হয়রানির শিকার হয়েছেন।
তারা আরও বলেন, ভবন মেরামতের জন্য ১৫ লক্ষ টাকা বরাদ্দ থাকলেও সেই অর্থ সঠিকভাবে ব্যবহার না করে ভবনটি ব্যবহার অনুপযোগী দেখিয়ে ভাড়া বাবদ অর্থ গ্রহণ করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান, “ভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকায় বর্তমানে তা ব্যবহার উপযোগী নয়। আমরা সংস্কারের জন্য অর্থ বরাদ্দের আবেদন করেছি। পাশাপাশি ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালাতে নিরপেক্ষ ও বিতর্কমুক্ত স্থান নির্ধারণের প্রক্রিয়া চলছে।”
এলাকাবাসীর দাবি, অতিসত্বর নিজস্ব জমিতে নির্মিত ভবনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থানান্তর করে স্বচ্ছ ও জনবান্ধব সেবা নিশ্চিত করা হোক।