নিজেস্ব প্রতিনিধি:
রংপুর জেলাধীন সদর উপজেলার মমিনপুর,হরিদেবপুর,চন্দনপাট,সদ্যপুস্করিনী ও খলেয়া ইউনিয়নের দুস্ত অসহায় পরিবার সহ দুর্যোগে ক্ষয় ক্ষতি হয়েছে এমন ২৭ টি পরিবারের মধ্যে ৫৯ বান্ডিল টিন বিতারণ করা হয়েছে। এবং গৃহ নিমার্ণের জন্য প্রতি বান্ডিল টিনের সাথে তিন হাজার করে টাকার চেক প্রদান করা হয়েছে।
রংপুর সদর উপজেলার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুনিমুল হক বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগীতায় আমরা আমাদের সদরের ৫ টি ইউনিয়নের ২৭ টি পরিবারের মাঝে ৫৯ বান্ডিল টিন ও প্রতি বান্ডিল টিন বাবদ নগদ তিন হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
ভাতাভোগী রফিকুলর ইসলাম বলেন, এবারের ঝড়ে আমার ঘড় বাড়ি ভেঙ্গে গেছে। আমি ইউএনও বরাবর আবেদন করলে আমাকে দেড় বান্ডিল টিন ও নগদ ৪৫০০ টাকার চেক দিয়েছে। তা দিয়ে আমি নুতুন করে আবার ঘড় নিমার্ণ করতে পারব বলেই অশ্রুসিক্ত চোখে হাসিদেন রফিকুল।