মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিরক্ষা কলোনীর জমি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধারের দাবিতে অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও তাদের পরিবারের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘জমি উদ্ধারে সেনা ক্যাম্প চাই’, ‘ভূমি দস্যুদের বিচার চাই’—এমন নানা স্লোগান লেখা ব্যানার-ফেস্টুন বহন করেন।
পরে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবুল হোসেন, ল্যান্স কর্পোরাল হায়দার আলী, কর্পোরাল আজগর আলী, রশিদ, রুহুল আমিন ও সৈনিক আ. আজিজ প্রমুখ।
বক্তারা জানান, ১৯৫৩ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার সেনা পুনর্বাসনের জন্য ঘোড়াঘাটে প্রায় ১৩৭৫ একর জমি অধিগ্রহণ করে। এরপর ১৯৫৮ সালে সেনা বাহিনীর তত্ত্বাবধানে ২৬৪টি মহাজের পরিবারকে ৫ একর করে জমি বরাদ্দ দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে অনেক পরিবার দেশত্যাগ কিংবা নিখোঁজ হওয়ায় কিছু জমি খালি পড়ে থাকে। সেই সুযোগে ভূমি দস্যুরা জাল দলিল তৈরি করে দখল করে নেয় এবং তা বিক্রিও করে দেয়।
তারা অভিযোগ করেন, বৈধভাবে লিজ নিয়েও অনেক পরিবার জমির দখল পাচ্ছে না। সম্প্রতি সেনাবাহিনী ঘোড়াঘাটের ওসমানপুরে স্থায়ী সেনা ক্যাম্প স্থাপনের উদ্যোগ নিলে অবৈধ দখলদাররা এর বিরোধিতা করছে।
বক্তারা দ্রুত সেনা ক্যাম্প স্থাপন ও লিজ বরাদ্দপ্রাপ্ত জমিগুলো উদ্ধার করার আহ্বান জানান।