লালমোহাম্মদ কিবরিয়া, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে শিক্ষা প্রতিষ্ঠান,ক্রীড়া ক্লাব ও সংগঠনকে ক্রীড়া পরিদপ্তর,যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হতে প্রাপ্ত ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল)বিকালে উপজেলা প্রশাসন মেঘমালায় উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)ফারজানা আক্তার ববি উপস্থিত থেকে এ সব বিতরণ করেন।
উপজেলার ঐতিহ্যবাহী অগ্রদূত সংঘ, নবরুপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী,যুবমুসলিম সংঘ,অগ্নিগিরি ও আদর্শ ক্লাব ৫ টি ক্লাব ও ২৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল,ক্রিকেট ব্যাট, ভলিবল, স্ট্যাম্প, ব্যাডমিন্টন সেট বিতরণ করেন।
ক্রীড়া সামগ্রী প্রদানকালে ইউএনও ফারজানা আক্তার ববি বলেন, মানসম্মত শিক্ষার পাশাপাশি তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বিবেচনা করে এবং জাতি গঠনে মানসম্মত শিক্ষার পাশাপাশি যুব সমাজকে মাদকাসক্তি থেকে দ‚রে রাখার জন্য ক্রীড়া ও সাংস্কৃতিচর্চা গুরুত্ব অপরিসীম।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.আনোয়ারুল কবির,উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও ঐতিহ্যবাহী অগ্রদূত সংঘের সাধারণ সম্পাদক মো.সাইফুল ইসলাম,উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক মো.মঞ্জুরুল আহসান মঞ্জু,নবরুপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক মো.কামরুজ্জামান কামু সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ ।