Staff Correspondent:
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন (Rabix-VC) না থাকায় কুকুরের কামড়ে আহত রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন।
সাম্প্রতিককালে এমন অনেক গুলো ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৫ মার্চ) সন্ধ্যা ০৬:৩৫ মিনিটের দিকে ” বাংলা এফএম” মৌলভীবাজার জেলা প্রতিনিধি সত্যজিৎ দাস তার বাসা থেকে বের হবার সময়,একই বাসার মালিকের পোষা কুকুর তার ডান পায়ের উরুতে কামড় দেয়।
এরপর তিনি আহত অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ চিকিৎসা নিতে যান। তখন আহত বাংলা এফএম এর প্রতিবেদক সত্যজিৎ দাস মেডিকেল অফিসার ডা. খলিলকে জিজ্ঞেস করেন,আক্রান্ত জায়গা পরিষ্কার করে যা করণীয় তা করেন। তখন আক্রান্ত স্থান ওয়াশ না করেই মেডিকেল দায়িত্বরত মেডিকেল অফিসার জানান,’ফ্রীতে ভ্যাকসিন নিতে মৌলভীবাজার সদর হাসপাতালে যান,আমাদের এখানে আগামী ২৪ তারিখ আসবে,এর আগে পাওয়া যাবেনা।
জেলা সিভিল সার্জনের এ প্রসঙ্গে বলেন, ‘মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মোঃ মামুনুর রহমান বলেন,”উপজেলা গুলোতে নতুন করে কোনো ভ্যাকসিন দেওয়া হয়নি। আগে সরবরাহ করা হতো,তবে বর্তমানে যদি কোনো উপজেলায় মজুত থাকে,তাহলে সেগুলোই ব্যবহার করা হচ্ছে।”
নাম প্রকাশে অনিচ্ছুক ও সমাজসেবক একজন বলেন,’ কুকুরের কামড়ের চিকিৎসায় দ্রুত অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন নেওয়া জরুরি। তবে সরবরাহ সংকটের কারণে অনেকেই বাধ্য হয়ে চড়া দামে বাইরে থেকে কিনতে বাধ্য হচ্ছেন,যা নিম্নবিত্তদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমি নিজেই ভুক্তভোগী’।
পর্যটন নগরীর সচেতন নাগরিকবৃন্দরা সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করা জরুরি,যাতে কোনো রোগী চিকিৎসার অভাবে ঝুঁকিতে না পড়েন। আমরা দ্রুত এ সংকট নিরসনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ আশা করছেন।