Satkhira Correspondent:
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত এক বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট ইন ফাইন আর্টস,কম্পিউটার টেকনোলজি ও ফিজিক্যাল এডুকেশন কোর্সের জানুয়ারি-ডিসেম্বর ২০২৪ সেশনের দ্বিতীয় পর্বের সমাপনী পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
সোমবার (১৯ মে) সকাল ১০টায় সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়।

জানুয়ারি-ডিসেম্বর ২০২৪ সেশনের দ্বিতীয় পর্বের সমাপনী পরীক্ষায় মোট ৪৬৩ জন শিক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করে।পুরো পরীক্ষা জুড়ে ছিল সুশৃঙ্খল পরিবেশ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
কেন্দ্র সচিব ফেরদাউস আরেফন জানান, পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক কেন্দ্রে উপস্থিত থেকে পরিবেশ নিয়ন্ত্রণে রেখেছে।
সাতক্ষীরা ক্রিয়েটিভ ইন্সটিটিউটের পরিচালক ফিরোজ আহম্মেদ বলেন, আমাদের শিক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তাদের আত্মবিশ্বাস ও আগ্রহ সত্যিই প্রশংসনীয়।এই কোর্স শিক্ষার্থীদের বাস্তব জীবনে দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন কারিগরি শিক্ষা এখন আর প্রথাগত শিক্ষার পরিপূরক নয়,বরং একটি সম্ভাবনাময় ক্যারিয়ারের চাবিকাঠি।শিক্ষার্থীরা যদি এই প্রশিক্ষণকে যথাযথভাবে কাজে লাগায়,তাহলে তারা ভবিষ্যতে বিভিন্ন পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।
উল্লেখ্য, এক বছর মেয়াদী এই কোর্সগুলো দেশের তরুণ প্রজন্মকে প্রযুক্তিগত ও সৃজনশীল দক্ষতায় গড়ে তুলতে ভূমিকা রাখছে। পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল আচরণ ও দক্ষ ব্যবস্থাপনা ছিল প্রশংসনীয়।