মোঃ মামুন মোল্লা খুলনা ব্যুরো প্রধান:
খুলনা নগরীর বিআরটিএ খুলনা সার্কেলের মাঠে বুধবার দুপুর ১টায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় একটি মাইক্রো রেজিস্ট্রেশন এর কাজ করার জন্য খুলনা সার্কেল অফিসে আসে । এ সময় কৃষি বিশ্ববিদ্যালয় মাইক্রো চালকের কাছ থেকে চাবি নিয়ে কৃষি বিশ্ববিদ্যালয় সেকশন অফিসার গোপালগঞ্জের আব্দুল রব খানের পুত্র আলাল খান মাইক্রো চালাতে যেয়ে এক্সেলেটর চেপে ধরে গাছের নিচে দাঁড়ানো একটি প্রাইভেট কারের উপর ঝাঁপিয়ে পড়ে। অল্পের জন্য প্রাইভেট কারের তিনজন আরোহী বেঁচে যায়। সেকশন অফিসার আলাল খানের কোন ড্রাইভিং লাইসেন্স বা ড্রাইভিং অভিজ্ঞতা নেই। তার চরম কান্ড জ্ঞান হীনতার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় মাইক্রো খুলনা মেট্রো চ ৫১-০২৬৬ সম্পূর্ণ দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রাইভেটকার ঢাকা মেট্রো ঘ ১৩-২২৩২ কে ধাক্কা দিলে প্রাইভেটকারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।