Satkhira Correspondent:
সাতক্ষীরার কলারোয়ায় ব্র্যাকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।এসময় ৫ শতাধিক অসহায় মানুষের ফ্রী চক্ষু চিকিৎসা সেবা,১শ’৩০ জন চক্ষু রোগীদের বিনামূল্যে চশমা প্রদান এবং ৫০ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য সিলেক্ট করা হয়।
বুধবার(৯ জুলাই)সকালে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এর আয়োজনে কলারোয়া কাজীরহাট ব্র্যাক আঞ্চলিক অফিসে ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. হাফিজুর রহমান।
সাতক্ষীরা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স আঞ্চলিক ব্যবস্থাপক অরুণ কুমার সাহা’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ব্র্যাকে’র জেলা সমন্বয়ক আশরাফুল মাশরুদ,কাজীরহাট এলাকা ব্যবস্থাপক শেখ দারাদুল ইসলাম, কাজীরহাট শাখার ব্যবস্থাপক হেলেনা ফেরদৌস,খুলনা বিএনএসবি চুক্ষ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. মোস্তাফিজুর রহমান সহ আরো অনেকে।
ফ্রি চুক্ষ চিকিৎসা ক্যাম্প ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে চিকিৎসা প্রদান ও ১শ’৩০ জন চক্ষু রোগীদের বিনামূল্যে চশমা প্রদান ও ৫০ জন চোখের ছানি রোগীদের পর্যায়ক্রমে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হবে। ফ্রিতে চক্ষু সেবা নিতে পেরে আনন্দ প্রকাশ করেন সেবা নিতে আসা সাধারণ মানুষের।
SM Habibul Hasan