জাবেদ শেখ,শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়ন একটি বিস্তৃত চর, যেটি পদ্মা নদীর বুকে সাড়ে ১৭ বর্গকিলোমিটার জায়গাজুড়ে গড়ে উঠেছে। এই চরে প্রায় ৫০ হাজার মানুষের জীবনযাপন-নদী ও মাটির সঙ্গে মিশে থাকা তাঁদের প্রাত্যহিক সংগ্রাম।
তবে সেই চর আজ ভাঙনের মুখে। দিনের পর দিন অবৈধভাবে বালু উত্তোলন করে এক শ্রেণির প্রভাবশালী গোষ্ঠী চরবাসীর অস্তিত্ব হুমকিতে ফেলেছে। সম্প্রতি এই চরকে বালুমহাল ঘোষণার উদ্যোগ নেয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে চরবাসী।
আজ শনিবার সকাল থেকে কাঁচিকাটার পদ্মার পাড়জুড়ে পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে হাজারো মানুষ মানববন্ধনে অংশ নেন। বেঁচে থাকার জন্য চাই টেকসই বেড়িবাঁধ’, রক্ত লাগলে রক্ত দেব, বালুখেকোদের কবর দেব’-এমন নানা ব্যানার-স্লোগানে মুখর হয়ে ওঠে পদ্মার তীর। বন্ধ ছিল সব স্কুল, দোকানপাট ও কাজকর্ম।
মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এ হামিদ সরদার বলেন, বালু উত্তোলনের কারণে চরের ঘরবাড়ি, জমিজমা বিলীন হয়ে যাচ্ছে। এর ওপর আবার বালুমহালের পাঁয়তারা চরবাসীর আর সহ্য হচ্ছে না।
তাঁর দাবি-বালুমহাল ঘোষণার সিদ্ধান্ত বাতিল করতে হবে, অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে এবং কাঁচিকাটা ইউনিয়নের উত্তর তীরে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণ করতে হবে। দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চরবাসী।