এম. আর. সজিব, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিক ও জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি আল হেলালের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী নিজেই।
মঙ্গলবার (২০ মে) দুপুরে সুনামগঞ্জ শহরের পানসী রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিক আল হেলাল লিখিত বক্তব্যে বলেন, “গত বছরের ৪ জুলাই ছাত্র ও সাধারণ জনতার ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার সময় আমি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুরুতর আহত হই। চিকিৎসার পর আমাকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আহতদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এবং অনুদান প্রদান করা হয়।”
তিনি অভিযোগ করেন, এই অনুদান পাওয়াকে কেন্দ্র করে একটি হিংসাপরায়ণ গোষ্ঠী তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এদের নেতৃত্ব দিচ্ছে সাংবাদিক নামধারী মাসুম হেলাল ও তার সিন্ডিকেট চক্র, যারা অতীতে চাঁদাবাজি, ভুয়া মামলা ও ছাত্র আন্দোলনের নাম করে টাকা হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত ছিল বলে তিনি দাবি করেন।
আল হেলাল বলেন, “তাদের অপপ্রচারের ফলে আমি ও আমার পরিবার সামাজিকভাবে হেনস্থার শিকার হচ্ছি। আমি ইতিমধ্যে জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দাখিল করেছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ন্যায় বিচার দাবি করছি।”
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন “জুলাই-আগস্ট বিপ্লবের এগ্রেডেড আহত যোদ্ধা” মো. জহুর আলী। তিনি বলেন, “সাংবাদিক আল হেলাল একজন প্রকৃত আন্দোলনকারী এবং আহত যোদ্ধা। তার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তা উদ্দেশ্যমূলক এবং দুঃখজনক।”
সংবাদ সম্মেলনে সুনামগঞ্জ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আল হেলাল বর্তমানে সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে আছেন এবং দীর্ঘদিন ধরে জাতীয় ও স্থানীয় পত্রিকায় সাংবাদিকতা করে আসছেন।