সউদ আব্দুল্লাহ ,কালাই(জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলায় এক হৃদয়ছোঁয়া আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন বৃত্তি প্রদান করেছে শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাছাইকৃত ৫ম থেকে ১০ম শ্রেণির মোট ৬১ জন শিক্ষার্থী এই বৃত্তি অর্জন করে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। তিনি শিক্ষার্থীদের হাতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অনুযায়ী যথাক্রমে ১,০০০, ৮০০ এবং ৬০০ টাকা করে নগদ অর্থ প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের সভাপতি ও কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান। এক প্রাণবন্ত আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয় বৃত্তি প্রদান অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং সুধীজন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,শুধুমাত্র ভালো ফল করার মধ্যেই সীমাবদ্ধ নয় শিক্ষার্থীদের কাজ তারা যেন ভবিষ্যতে সৎ,ন্যায়পরায়ণ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সেটাই সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত। বক্তারা আরও জানান, এ ধরনের বৃত্তি কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি করে,পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও বাড়ায়।
উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান, শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের মহাসচিব অধ্যক্ষ আমিনুল ইসলাম, শিরট্টি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন এবং বিএনপি নেতা আনিছুর রহমান। আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মহতামিম, আবাসিক মেডিকেল অফিসার ডা. নাহিদ নাজনীন জেডি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মোনোয়ারুল হক, কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার তানজিমুল ইসলাম এবং আরও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, মেধাবীদের সম্মাননা দেওয়া মানে শুধু তাদের কৃতিত্বের স্বীকৃতি নয় বরং আগামী দিনের নেতৃত্ব তৈরি করার পথকে প্রশস্ত করা। এই বৃত্তি তাদের আত্মবিশ্বাস বাড়াবে, শিক্ষার প্রতি ভালোবাসা আরও গভীর করবে। কালাইয়ের শিক্ষার্থীরা অনেক সম্ভাবনাময়—তাদের মধ্যে থেকে একদিন জাতির নেতৃত্ব তৈরি হবে,এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী উপজেলা তহবিল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, পরিবার কল্যাণ কেন্দ্র এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাদের হাতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সামগ্রী তুলে দেন।
জানা যায়, ২০২৩ ও ২০২৪ সালের ডিসেম্বর মাসে উপজেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে মেধাবৃত্তির জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি শ্রেণি থেকে সেরা তিনজন শিক্ষার্থীকে বাছাই করে এই এককালীন বৃত্তি প্রদান করা হয়।