উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি, নড়াইল:
নড়াইলের লোহাগড়া উপজেলায় একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলপনা খানম (২৪) নামের এক গৃহবধূ। বিয়ের তিন বছর পর এমন আনন্দঘন খবর পেয়ে পরিবারে বইছে খুশির বন্যা।
শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার শিকদার হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারে সফল সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান তিনটির জন্ম হয়।
আলপনা খানম উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের নোয়াগ্রামের বাসিন্দা খন্দকার সজীব হাসানের স্ত্রী।
সন্তান জন্ম ও চিকিৎসা প্রক্রিয়া
হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে আলপনা খানম প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষা শেষে গাইনী বিশেষজ্ঞ সার্জন ডা. স্বরূপ গোলদার এবং এনেস্থেসিয়া বিশেষজ্ঞ পান্থ বিশ্বাসের নেতৃত্বে সফল সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়। মা ও তিন কন্যা সন্তান বর্তমানে সুস্থ রয়েছেন।
পরিবারের অনুভূতি
আলপনার স্বামী খন্দকার সজীব হাসান বলেন,
“আলহামদুলিল্লাহ! বিয়ের তিন বছর পর আমাদের ঘর আলোকিত হয়েছে তিন কন্যার আগমনে। আমি ও আমার পরিবার অত্যন্ত খুশি। সবার কাছে আমার সন্তানদের জন্য দোয়া চাই।”
হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য
শিকদার হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারের জেনারেল ম্যানেজার মো. ইব্রাহিম বলেন,
“সকাল ৯টার দিকে রোগী ভর্তি হন। আমাদের অভিজ্ঞ চিকিৎসক ও স্টাফদের সহযোগিতায় সফল অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি সুস্থ কন্যা শিশুর জন্ম হয়েছে। আমরা রোগীকে সর্বোচ্চ সেবা দিতে সর্বদা সচেষ্ট।”
গাইনি সার্জন ডা. স্বরূপ গোলদার জানান,
“আলপনা খানম শুরু থেকেই আমার চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান তিনটির জন্ম হয়। মা ও শিশুরা সুস্থ আছেন।”