A. A. Abir Akash, Lakshmipur Correspondent:
লক্ষ্মীপুরে বাঞ্চানগর গ্রামের রেনু মিয়া হাওলাদার বাড়ীর মৃত মোমিনউল্লার বিধবা স্ত্রী বৃদ্ধা হোসনেয়ারা বেগমের ভাঙ্গা ঘরটি মেরামত করতে বাধা দেন একই বাড়ির শাহাদাত উল্লাহ সর্দারের ছেলে চৌধুরী, সেকান্দার, সেকেন্দারের ছেলে মামুন, সুমন, ফারুক ও নুরনবীর ছেলের সোহেল মিলে আরো কয়েকজন।
জানা গেছে, শাহাদাত উল্লাহর ছেলেদের মধ্যে মোমিন উল্লাহ, চৌধুরী, সেকেন্দারসহ পাঁচ ছেলে।শাহাদাত উল্লাহর জীবদ্দশায় ছেলেরা পৈতৃক ভিটায়-জায়গা নিয়ে বসত ঘর তৈরী করে যে যার মতো বসবাস করে আছে। শাহাদাত উল্লাহর মৃত্যুর কয়েক দশক পর তার ছেলে মোমিন উল্লাহর মৃত্যু হয়। মোমিন উল্লাহরও মৃত্যুর দেড় দশক পর তার রেখে যাওয়া ভাঙা দোচালা ঘরটি মেরামত করার উদ্যোগ নেয় বৃদ্ধা স্ত্রী। কিন্তু হঠাৎ করে তার দেবর ভাসুরমিলে তাদের ছেলে সুমন, ফারুক, সোহেল মিস্ত্রিদের হুমকি ধমকি দিয়ে তাড়িয়ে দেয়। এর কারন জানতে চাইলে কোনো সদুত্তর না দিয়ে তারা মারবে পিটবে বলে জমি ছেড়ে দিতে বলে।
হোসনেয়ারা বেগম এ প্রতিবেদককে বলেন- ‘তারা আমার স্বামীর ভিটা থেকে বঞ্চিত করার জন্য আমাকে চাপ দিচ্ছে। আমাকে তাদের কথা মত স্ট্যাম্পে সই দিতে বলছে। না দিলে তারা আমার ছেলেকে মারবে, আমাকে মারবে, আমার ঘর মেরামত করতে দিচ্ছে না।
স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন, এটি মোমিন উল্লাহর পৈত্রিক সম্পত্তি। আমাদের জানা মতে তার জীবদ্দশায় জমি কারো কাছে বিক্রি করেননি। একটি মহল মোমিন উল্লাহর স্ত্রী সন্তানকে ভিটাবাড়ি উচ্ছেদ করার পাঁয়তারা করছে।
এ বিষয়ে চৌধুরী ও সেকান্দারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মোন্নাফ বলেন- এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।